গগনের গর্জনে উন্মাদ পারাবার
চপলার চমকেতে চমকিত আশজার।
মরুঝড় সাইমুম কাঁপায় যে ধরাতল
সমীরণ আটকায় আপনার সব বল।
কেঁপে উঠে বারবার শিখড়টা পেয়ে ভয়
তটিনীর পাগলামী নিরবধি ভূমি সয়।


কার তরে ফরমান আসে এই সব পরে?
নির্দেশে কার ওরে বৃক্ষের পাতা নড়ে?
কার তরে সেজদায় লুঠায় যে বেণুবন?
কার নাম জপে দোলে আশজার ঘন ঘন?
ধরা পরে তুলল কে নিজ গান নিজ শান?
শুধু শুনি চারদিকে আল্লাহ-ই-মহান।


রচনাকাল
রাত১০ঃ৪০ মিনিট
০১/০৯/১৪ ইংরেজী


রচনাস্থল
উমরপুর বাজার মাদ্রাসা,ওসমানীনগর,সিলেট।