বসে বসে আজ গুনছি প্রহর
তুলে অশ্রুর বিশাল লহর
দেখব একবার শুধু নয়নে
জুঠাবে না কি তা অধমের সনে?


দূর হতে আজ ঐ বহু দূরের
রাস্তা দিতাম পাড়ি
দর্শিতে যদি পেতাম তোমায়
যেতাম তোমার বাড়ি।
জাহাজ বিমান কিছুই না থাক
চলতাম তবু হাটি
আসলে মরণ ওহে জুঠে যেন
তোমার মরুর মাঠি।


এ আশা ও কি করবে না ছাদেক
যদিও জানে না তাঁর কদর
পদধুলির ছোঁয়া পেতে ও সে যে
গুনবে সুযোগের বসে প্রহর।


তোমার তরেতে প্রাণ সঁপিতাম
বলতে গো যদি তুমি
বললে আমায় না'ত রচিতাম
অগ্রেতে নয় রুমি
অসিই বা হোক মসিই বা হোক
নিয়ে হস্তে আমার
হয় মরতাম নয় টুঠঁতাম
যত বাধাঁর পাহাড়।


জুঠত যদি তোমার দর্শন
কালো শিখড়ে চপলা ঘর্ষন
স্‌বপ্নে বিভোর উন্মাদ হয়ে
চুমিতে চরণ করে কম্পন।


এ কামনা জুঠবে না নাকি
পাপাচারী অধমের সনে?
একটু সময় ও কি বহাবে না
এই আশায় প্রহর গুনে?


করেছে কি পাপ এ পাপী অধমে?
চুমিতে কি পারবে না দু'কদমে!
কি এমন গুনাহ? কর না ক্ষমা!
তুমি না রহমত! হে রাহনুমা।


রচনাকাল
সকাল ০৬ঃ৫৫ মিনিট
০৮/১০/২০১৪ ইংরেজী


রচনাস্থল
সরাপুর (মোল্লা বাড়ি মসজিদ),ত্রৈলক্যবিজয়,মৌলভীবাজার।