কোন প্‌লাবনে উঠল কাননে ঢেউ বিশাল
উঠছে দেখ চারদিকেতে দ্‌বীনের মশাল।


অমানিশার ঘোর কেটে আজ প্রদীপ-শিখা
জ্‌বললরে ফের উঠল আবার আলোক-রেখা।
কোন সে পুস্পের মোহনীয় মধুর ঘ্রানে
উঠল মেতে ভূবন যে আজ খুশির গানে।


মরু-সাইমুম,ঝড়ের প্রলয়,খুন পারাবার
ক্ষুব্ধ ও মাতাল,ঢেউ উত্তাল,পাষাণ পাহাড়
স্তব্ধ করে থমকে যে দেয় রক্ত-নিশা
অন্ধকারে দেয় সবারে আলোর দিশা।


ঘোর নিশীথে আভার কিরণ ঐ আকাশে
প্রশান্তিরই বায়ূ বহায় এলোকেশে
উঠাল কে চির বিস্ময় সুশ্রী বেশে
কৃষ্ণ কালাম মুছছে দেখ জ্‌বেলে মশাল।


রচনাকাল
বিকাল ০৪ঃ৩০ মিনিট
২৩-০৮-২০১৪ ইংরেজী


রচনাস্থল
উমরপুর বাজার মাদ্রাসা,ওসমানীনগর,সিলেট।