গুরুবাক্যে শুদ্ধভক্তি সত্যনিষ্ঠ আচরণ
পাপতাপ রোগশোক ভয়ভীতি নিবারণ।
সুষ্ঠু নিদ্রা পুষ্ট খাদ্য ক্রিয়াকর্ম পরিমিত
সুস্থ দেহে মনোল্লাস গতিবিধি সুভাষিত।


প্রাতঃস্নান দন্তধৌত শুদ্ধবস্ত্রে আভরণ
বারবেলা কালবেলা যথাসাধ্য জাগরণ,
অতিশীঘ্র চাকচিক্যে বাস্তুভিটা আলোকিত।


সর্বহারা,  দৈন্যদশা,  নিরাশ্রয়ে আমন্ত্রণ
জীবেদয়া নামেরুচি শ্রদ্ধাপ্রীতি প্রকরণ।
হিংসাশ্রয় রতিক্রীড়া নিন্দানীতি প্রদমিত
পরচর্চা  লোভলিপ্সা  অপকর্ম  প্রশমিত।
শাস্ত্রবিধি  মেনে চলে  সর্বজনে  সম্ভাষণ
অতিশীঘ্র চাকচিক্যে বাস্তুভিটা আলোকিত।


* ফরাসি রঁদো এর অনুসরণে রচিত।