= সংস্কৃত ত্র্যক্ষরা বা ৩ বৃৃত্তির ছন্দালাপের দ্বিতীয় অধিবেশন। গত অধিবেশনে ত্র্যক্ষরা বৃত্তির চারটি ছন্দালাপ হয়েছে এবার পরবর্তী চারটি--


♥ আজকের এই অধিবেশনটি উৎসর্গ করছি পরম শ্রদ্ধেয় সংস্কৃত শিরোমণি কবি শাশ্বতী ভট্টাচার্য দিদিভাই'কে ---


৫. সংস্কৃত পঞ্চাল ছন্দ :  এর গণ ৩ টি
     সংস্কৃত রীতিঃ  গুরু গুরু লঘু
     বনেদী ছন্দেঃ  বদ্ধ  বদ্ধ  মুক্ত
     আধুনিক বাংলায়ঃ ধিন ধিন তা
     প্রতীক: s s v  বা – – |
উদাহরণ:
সংস্কৃতে : দিব্যান; দিব্ (গু) বা (গু) ন (ল);
               লোকান; লো (গু) কা (গু) ন (ল)
বাংলায় :
//নিজ বুদ্ধি
     হয় শুদ্ধি,
     গাও স্তব্ধ
     ফল সিদ্ধ। //
( উল্লেখ্য: প্রতিটি চরণ ধিন ধিন তা এ বিন্যস্ত)


৬. সংস্কৃত মৃগেন্দ্র ছন্দ :  এর গণ ৩ টি
     সংস্কৃত রীতিঃ  লঘু গুরু লঘু
     বনেদী ছন্দেঃ  মুক্ত বদ্ধ মুক্ত
     আধুনিক বাংলায়ঃ তা ধিন তা
     প্রতীক:  v s v বা  | – |
উদাহরণ:
সংস্কৃতে :  কমল ; ক (ল) ম (গু) ল (ল)
বাংলায় :
// যে ভক্ত
     সে ত্যক্ত,
     চলেন বা
     করেন না।//
( উল্লেখ্য: প্রতিটি চরণ তা ধিন তা এ বিন্যস্ত)


৭. সংস্কৃত মন্দর ছন্দ :  এর গণ ৩ টি
     সংস্কৃত রীতিঃ  গুরু লঘু লঘু
     বনেদী ছন্দেঃ  বদ্ধ  মুক্ত মুক্ত
     আধুনিক বাংলায়ঃ ধিন তা তা
     প্রতীক: s v v বা – |  |
উদাহরণ:
সংস্কৃতে : ভোজহি ; ভো (গু) জ (ল) হি (ল)
বাংলায় :
//এক হাতে
    তাল না না,
    ভাব  বুঝে
     হয় কানা! //
( উল্লেখ্য: প্রতিটি চরণ ধিন ধিন ধিন এ বিন্যস্ত)


৮. সংস্কৃত কমল ছন্দ :  এর গণ ৩ টি
     সংস্কৃত রীতিঃ  লঘু লঘু লঘু
     বনেদী ছন্দেঃ  মুক্ত মুক্ত মুক্ত
     আধুনিক বাংলায়ঃ তা তা তা
     প্রতীক: v v v বা |  |  |
উদাহরণ:
সংস্কৃতে : নয়ন; ন (ল) য় (ল) ন (ল)
বাংলায় :
//কত যে
    ভণিতা!
    প্রেয়সী
     বনিতা। //
( উল্লেখ্য: প্রতিটি চরণ তা তা তা এ বিন্যস্ত)


[ত্র্যক্ষরা বৃত্তি সংস্কৃত ছন্দে উপমা অলংকার ব্যবহার্য ]


ইতি ত্র্যক্ষরা বৃত্তি।


♦ সহায়ক গ্রন্থ :
* ছন্দোমঞ্জরী - গঙ্গাদাস সূরী
* পৌরাণিক অভিধান