* পঞ্চাক্ষরা বৃত্তি : সংস্কৃতে পঞ্চাক্ষরা বৃত্তি বলতে বুঝায় যেসব ছন্দে প্রতিটি চরণে একক লঘু বা গুরু অথবা লঘু, গুরু মিলে পাঁচটি অক্ষর বিদ্যমান।


* আজকের এই অধিবেশনটি উৎসর্গ করছি পরম প্রিয় কবি যুবরাজ পাল রাজু দাদাভাই'কে। যার সংস্পর্শে সাহিত্য ভাবনার আরেক ধাপ এগুতে সক্ষম হয়েছি। সেই দাদার স্নেহময় স্মৃতিকে  স্মরণ রাখতে এই প্রয়াস।


ছন্দালাপ :


১।  সংস্কৃত পঙক্তি ছন্দ :  এর গণ ৫টি
     সংস্কৃত রীতিঃ গুরু লঘু লঘু গুরু গুরু
     বনেদী ছন্দেঃ  বদ্ধ মুক্ত মুক্ত বদ্ধ বদ্ধ
     আধুনিক বাংলায়ঃ ধিন তা তা ধিন ধিন
     প্রতীক:  s v v s s বা  – | | – –
উদাহরণ:
সংস্কৃতে :
কৃষ্ণসনাথা - কৃষ্ ণ স না থা ( গু ল ল গু গু)
চারু চচার - চা রু চ চা র ( গু ল ল গু গু)
বাংলায় :
// এক মনে একবার
     নাম জপে সঞ্চয়,
     পাপ হবে ছারখার
     এই জেনো নিশ্চয়।//
( উল্লেখ্য: প্রতিটি চরণ ধিন তা  তা ধিন ধিন এ বিন্যস্ত)  


২। সংস্কৃত প্রিয়া ছন্দ :  এর গণ ৫টি
     সংস্কৃত রীতিঃ লঘু লঘু গুরু লঘু গুরু
     বনেদী ছন্দেঃ মুক্ত মুক্ত বদ্ধ মুক্ত বদ্ধ
     আধুনিক বাংলায়ঃ তা তা ধিন তা ধিন
     প্রতীক:  v v s v s বা  | | – | –
উদাহরণ:
সংস্কৃতে :
অভবনপ্রিয়া - অ ভ বন্ প্রি য়া ( ল ল গু ল গু)
বিলসৎকলা- বি ল সত্ ক লা ( ল ল গু ল গু )
বাংলায় :
// সদা মিথ্যে শোক
     লোভে পূর্ণ মন,
     দিয়ে  ধন্যবাদ
     খুঁজে গুপ্ত ধন। //
( উল্লেখ্য: প্রতিটি চরণ তা  তা ধিন তা ধিন এ বিন্যস্ত)


৩। সংস্কৃত সম্মোহা ছন্দ :  এর গণ ৫টি
     সংস্কৃত রীতিঃ গুরু গুরু গুরু গুরু গুরু
     বনেদী ছন্দেঃ বদ্ধ বদ্ধ বদ্ধ বদ্ধ বদ্ধ
     আধুনিক বাংলায়ঃ ধিন ধিন ধিন ধিন ধিন
     প্রতীক: s s s s s বা  – –  – –  –
উদাহরণ:
সংস্কৃতে :
বেকণ্নাহারো- বে কন্ না হা রো ( গু গু গু গু গু)
ভূঅন্তসারো - ভূ অন্ তো সা রো (গু গু গু গু গু)
বাংলায় :
// হৃদ পুষ্পের অর্চন,
     মঙ্গল সংকীর্তন।
     নাম উল্লাস ভরপুর
     প্রেম ভক্তির রোদ্দুর।//
( উল্লেখ্য: প্রতিটি চরণে ধিন ধিন ধিন ধিন ধিন এ বিন্যস্ত)


৪। সংস্কৃত হারীবান্ধো ছন্দঃ  এর গণ ৫টি
     সংস্কৃত রীতিঃ গুরু গুরু লঘু গুরু গুরু
     বনেদী ছন্দেঃ বদ্ধ বদ্ধ মুক্ত বদ্ধ বদ্ধ
     আধুনিক বাংলায়ঃ ধিন ধিন তা ধিন ধিন
     প্রতীক: s s v s s বা  – – | –  –
উদাহরণ:
সংস্কৃতে :
আঈহি অন্তে - আ ঈ হি অন্ তে ( গু গু ল গু গু)
হারে সযুত্তে  - হা রে স যুত্ তে  ( গু গু ল গু গু)
বাংলায় :
// এক বাক্যে গৌরব
      দুই বাক্যে সৌরভ,
      এর চাইতে হয় ধস
      যায় ভক্তি রস কষ।//
( উল্লেখ্য: প্রতিটি চরণে ধিন ধিন তা ধিন ধিন এ বিন্যস্ত)


৫। সংস্কৃত জমক ছন্দঃ এর গণ ৫টি
     সংস্কৃত রীতিঃ লঘু লঘু লঘু লঘু লঘু
     বনেদী ছন্দেঃ মুক্ত মুক্ত মুক্ত মুক্ত মুক্ত
     আধুনিক বাংলায়ঃ তা তা তা তা তা
     প্রতীক: v v v v v  বা  |  |  |  |  |
উদাহরণ:
সংস্কৃতে :
সুপিঅ ভণ - সু পি অ ভ ণ( ল ল ল ল ল)
সরস গুন - স র স গু ন (ল ল ল ল ল)
বাংলায় :
// বাঁশরি  বীণে
    মাধুরী মিশে,
    রাধিকা সখী
   পেয়েছে দিশে।//
( উল্লেখ্য: প্রতিটি চরণে তা তা তা তা তা এ বিন্যস্ত)


দ্রষ্টব্য :
//অষ্ট মাত্রানি পঙক্তি সপ্ত মাত্রানি
   প্রিয়া বৃধিতা দশোমাত্রানি সম্মোহা
   নবমাত্রানি হারীবান্ধো কীর্তানি,
   পঞ্চ মাত্রানি যমক উচ্যতে। //
অর্থাৎ মাত্রাছন্দে পঙক্তির প্রতিটি চরণ ৮ মাত্রা, প্রিয়া ছন্দের প্রতিটি চরণে ৭ মাত্রা, সম্মোহা ছন্দের প্রতিটি চরণ ১০ মাত্রা, হারীবান্ধো ছন্দের প্রতিটি চরণ ৯ মাত্রা এবং জমক ছন্দের প্রতিটি চরণ ৫ মাত্রা বিশিষ্ট।
   ---------------  ইতি পঞ্চাক্ষরা বৃত্তি