কে তুমি , আমার এ হৃদয়ে আবেগের ঢেউ তুলো ,কে তুমি ?
অসময়ে দরজার ওপাশে কড়া নাড়ো ,
কোমল হাতে অজানা ছন্দে দরজার কড়া দিয়ে অপূর্ব শব্দ তুলছ তুমি ,
আমার হৃদয়ে কেমন যেন এক অজানা মায়া জাগছে
জাগছে অজানা প্রেম অজানা কাব্যিক ভাবনা , কে তুমি ?
তোমার গায়ের ঘ্রাণ বাতাসে ভেসে আসে
আমার সারাটা ঘরময় খেলা করে ।
এ কোন মায়া সুবাস ছড়িয়ে দিলে তুমি
আমার ইন্দ্রিয়কে যায় কাঁপিয়ে  ...
আমি যেন অনুভব করছি
কোন এক স্বর্গীয় অপ্সরী দাঁড়িয়ে আছে আমার হৃদয় দরজার ওপাশে  ..
আমি কেবলই নিজেকে প্রস্তুত করছি
আমি কেবলই উঠে দাঁড়াবার চেষ্টা করছি দরজা খুলে দিব বলে ,
কিন্তু আমি যে আনাড়ি এখনও জানি না দরজা খুলতে
তাই কেবলই  জানালার পাশে বসে থাকি
কেবলই জানালা দিয়ে দেখি দূরের আকাশ ,
সবুজ গাছ গাছালি আকাশে পাখিদের মুক্ত ডানার খেলা   ....
কে তুমি দরজার ওপাশে  তুলপার করছো এ হৃদয়  . . .
--------------
জাহান
২:৫৮ মধ্যাহ্ন
০৮.০২.২০১৪