যুবক জেগে আছে নির্ঘুম জানালায়
যুবক জেগে ভাবছে স্বপ্ন উড়ে গেল কোন অজানায়
জীবন এমন কেন যা ভাবে হয়না তেমন
শুধু শুধু ভাবনার ডালপালা মেলছে
আর নির্ঘুম রাতের কষ্টগুলো  বরফের মতই বুকে জমছে
রাত জাগা পাখিদের কন্ঠে বেদনার সুর কেন উড়ছে ...

স্মৃতির পথ ধরে মন যেন অতীতে ফিরছে
কোন এক প্রিয় মুখ প্রিয় চোখে হারানো সুখগুলো খুঁজছে
জীবনের হিসেবে জানলার শিক ধরে মাথাটা দুলছে
যুবক হতাশার চাদরে নিজেকে জড়িয়ে ভাবছে
বেঁচে আছি কোন মায়ায়
কি এমন পাব তবে সুন্দর আগামীতে বেঁচে থাকা  আসলেই কি
মিথ্যে আশায় ..
যুবক জেগে আছে নির্ঘুম জানালায়
যুবক জেগে ভাবছে স্বপ্ন উড়ে গেল কোন অজানায় ....
---------------
জাহান
০৫:২০ ভোর
১০/০৭/২০১৩