সময় আমাকে তাড়িয়ে বেড়ায়
তাই না পাই তোমাকে না পাই চাঁদনী রাত ।
দুঃস্বপ্নেরা রাত্রি পাহারা দেয়
ঘোর অমানিশা আমাকে গ্রাস করে
তুমি দূরে চলে যাও
একাকিত্বে অসহায় হয়ে পড়ি আমি ।

আমার পৃথিবী তুমি দেখোনি কোনদিন  ।
অন্ধকারে ঢাকা কুয়োর তলদেশে তাকানোর
কার এমন সময় হয় বলো ...
এক মুঠো রোদ সেখানে পৌঁছানোর কি যে ব্যর্থ প্রচেষ্টা
করে যাই আমি শুধু একটিবার তুমি সেখানে তাকাবে
বলে ..
তবু সেখানে অলো আসে না ,
অন্ধকারে তুমিও আমাকে খুঁজতে আসোনি কোনদিন ।
তবু , আলোর দিকে হাত বাড়াই
আগুনে পুঁড়ে যাই ,
তবু দু'হাত বাড়াই ....
একবার তুমি আমাকে দেখবে বলে ...

-------------------------
জাহান
২১.২১ সন্ধ্যা
২১.১০.২০১৪