ঘোর কেটে গেলে ঘুরে দাঁড়াবে
আঁধার সরে গেলে আঁধারকেই সেদিন ভালোবাসবে ।
আলোর ভীড়ে ,ঝলমলে আলোর ভীড়ে সেদিন হাঁপিয়ে ওঠবে তুমি
কিন্তু এমন ঝলমলে আলোর ভীড়ে আঁধার পাবে কোথায় !
সেদিন কেঁদোনা । আঁধারের মানুষ আমি ।
প্রেমে ও ঘৃণায় আঁধারেই কাটে সময় ।
অভিমানে অবহেলায় আঁধারেই কাটে সময় ।
তুমি কেবল এগিয়ে গেছো আলোর দিকে ।
আমি যাই নি । কিংবা ,আঁধার আমার পথ রুখে দাঁড়িয়েছে ।
আঁধারে বড় ভয় পাই । সয়ে গেছে এই জীবন আমার ।
তোমাকে হারিয়েছি আলোর ভীড়ে ।
আমাকে পাবে না ওখানে ।
কষ্ট বেদনায় আমি আঁধারেই থাকি ।
শুভেচ্ছার ভদ্রতাও মানায় না আমাকে ।
কলঙ্কভয়ও আমার নেই ।
আমি আছি । আঁধারেই ।
সামনে তোমার আলোর  পাহাড়
সামনে তোমার খ্যাতির বাহার
পেছনে একটুকরো আঁধার
পেছনে পড়ে রইলাম আমি ।
-------------------
জাহান আলম
২৪.০৩.২০১৭