সনেট-০৯


স্বর্ণ শস্যের আধার, পশিল সমৃদ্ধির উঠোন
হাট বসে কৃষকের, ঝাড়ে ধান চাঁদের আলোয়;
ঘোলাভরে ধান তুলে স্ফূরণে গৃহস্থের নিলয়
খড়-বিচালিতে চাষী বোনে এক গম্বুজ গড়ন।


বিষন্ন বাতাস লেগে গাত্র এঁটে পাণ্ডুর তকমা
নীরব ছল-কেলিতে, নিসর্গের উন্মাতাল হাল;
আবহমান ঐতিহ্য ম্লান, খসে পড়ে তার ছাল
পুষ্প-বৃক্ষ-বিহগের নিবাস সবুজে তিলোত্তমা।  


সাম্যের অপূর্ব রূপ খেদিয়ে তুমি কারে বরণ?
ঋতুর বৈচিত্র্য নাশে, আনত প্রকৃতির শরম
খরায় চৌচির মাঠ, প্রান্তরে আদিখ্যেতা গরম।
নিখিলে বলি কর না নিসর্গের ইজ্জত হরণ।


হাওর জলের শোভা গলাভরা গানের গায়ক
কারুকাজ শ্রম-ধানে কৃষানেরা শস্যের নায়ক ।।