....................................................


কথা দাও রবে
ঝরবে না ঝড়ে
হবে না বেহাত;
                      রেখে হাত অন্য হাতে।
তবে বলে যাই
জোৎস্নার প্রতিজ্ঞায়
করবো বেসাত;
                      মন দিয়ে মন সহজাতে।
যতটুক দিবে
ততটুক পাবে বলবো না
হয়তো বেশী;
                   তারচে বেশী ভালোবাসবো।
এতটুক দাও
শতটুক নাও সব নিও তুমি
হে এলোকেশী;
                      ফুল হয়ে খোঁপায় রবো।
কথা ও ব্যথা
জমা যত হৃদয় গভীরে
বুঝ অবলীলায়;
                       সহজ করে সযতনে।
পরশে তোমার
জুড়ায় এ মন জুড়ায় প্রাণ
পরম মমতায়;
                    আঁচলে জড়াও আলিঙ্গনে।।