আকাশে বেশী মেঘ জমলে নাকি
এক পশলা উচ্ছল বৃষ্টি তা ধুয়েমুছে দেয়।
আকাশ আমার মেঘ জমে জমে কালাপাহাড়ের আকার করলে বুঝি তাতে বৃষ্টির ফোয়ারা নামবে!


দুঃখের আধিক্য নাকি সুখের নৈকট্য বাড়ায়...
অর্ধ-পৃথিবী দুঃখ আমার পুরো পৃথিবী হলে বুঝি মহাপৃথিবী সুখ অঝোর ধারায় বইবে!


পরিশ্রম নাকি সৌভাগ্যের মা
হাড়ভাঙ্গা পরিশ্রম আমার পাজরভাঙ্গায় রূপ নিলে বুঝি সৌভাগ্যের মা-খালা-নানী কে দেখবো!


ভালো জিনিস নাকি অপেক্ষায় আসে...
এক যৌবন অপেক্ষা আমার বার্ধক্য ছুঁলে বুঝি বিস্তর ভালো বিকল হয়ে ঝুলবে!


আশায় বিশ্বাস নিরাশায় অবিশ্বাস নাকি  সাফল্য আনে।
আশায় বিশ্বাসের ভেলা আমার নদী পেরিয়ে সাগরে মিশলে বুঝি সাফল্যের মহাসাগরের গভীর জলে স্নান করবো!