সেই কবে শনি-ফণী বেড়া বেঁধে আমায় কবল
ছোঁ মেরে চিলের মতো হামলে পড়ে খেকো অসুর।  
যেন সে রুখতে হানে, সদর্ভে বালাই বা কসুর,
আঁকড়ে হুল ফুটিয়ে কখন বসায় নি ছোবল?


বেঁচেবর্তে আছি বেশ, ঢের বহে দুর্যোগ-দুর্ভোগ
স্বপ্ন 'পরে স্বপ্ন-শব এক কাফনে মুখ লজ্জায়,
আর্তি নয় প্রীতি-ফুল গুজে রাখি কবর-সজ্জায়
আমি তো বেহাগ সুর-শরাবে সুধাপান ;সম্ভোগ।


আছে যত চরাচরে দেখে কি সবে অভিন্ন চিত্র?
হাত বোঝাই তবুও অন্যপাতে বিনিয়োগ চোখ।
ভাবে, সুখ বুঝি খেলা করে মেলা বসায় অন্যত্র,
আজন্ম স্বভাব উল্টে পাল্টে মানুষেরা খুঁজে দুখ।


হায় সুখ! কারো গীত মাতম, কারো ফুল কদম
বিধি বাম জপে রাম দেখে এক নিশ্চুপ অধম।।