সনেট-০৩


অনিন্দ্যর রাজকন্যা অপরূপে রূপায়িত দেহে;
মনে করেছ তোমায় অমন রঙিন ফিনফিনে।
নিসর্গের সব ফুল পাঁপড়ি হয়ে শ্বাশত বহে-
চরণে, চুলে, চিবুকে, গলায় ঝুলে মালা চিকনে।


আলগোছে তব গায় খানিক ছোঁয় তৃষিত মন।
তাঁর জেল্লায় আকুলে হৃদয় খুঁড়ে বাড়ে আলেয়া,
সুমধুর মউ মউ করে শরীর বিলাচ্ছে ঘ্রাণ;
মাখোমাখো আস্বাদনে,পুলকে পালকে পড়ে ছায়া।


আয়েশি হাওয়া তুলে পরাণে ভীষণ, মহানন্দে
আবেশিত হই স্পর্শে,প্রেমে প্রীত হয় মম কায়া।
শুঁকি আনমনে গন্ধ তোমার শরত মৃদুমন্দে,  
আমার ছিলকে ছ্যাঁদা করে আঘ্রাণে ভরাট মায়া।


মায়াবী ওগো সৌরভে শোভিত কর আমার শোক
তোমার সুবাস গায়ে তনু-মন সুবাসিত হোক।।