দুঃখ সুখ
চতুর্শপদী (সনেট)কবিতা।


দু:খ পুষি দু:খ পালি দু:খ নিয়ে বাস
দুঃখ যত মন ঘরে দুঃখ সদা কাল
দুঃখ রবি দুঃখ হিম দুঃখ পর বাস
দুঃখ হাসি দুঃখে কাঁদি দুঃখে খুঁজি হাল।


দুঃখ জাতি দুঃখ নদী দুঃখ চিরকাল
দুঃখ জ্ঞাতি দুঃখ প্রেম দুঃখে মন ঠাসা
দুঃখে মাতি দুঃখে চলি দুঃখ চলাচাল
দুঃখে জন্ম দুঃখে নাশ দুঃখে ভালবাসা।


সুখ হাসে সুখ ভাসে সুখ চলে যায়
সুখ খোঁজে সুখ তরে সুখে যত আশা
সুখ নাই সুখ চাই সুখ পেতে হায়
সুখ মনে সুখ জন্যে সুখে খেলে পাশা।


সুখ দুঃখ পাশাপাশি যায় চলে জাত
দুঃখ সুখে মুসাফির কাঁদে দিন রাত।


চতুর্শপদী (সনেট)কবিতা।