এখনো বিশ্বাস হয়না
জাহাঙ্গীর আলম
(কবিতা নং ২২৮)
১৯/০২/২০২৩ ইং,
-----------------------
এ কোন বিভ্রান্তির ভেড়াজালে
পড়েছি আমি
ঠিক বুঝে উঠতে পারছিনা।
এখনো ঘোর কাটেনি আমার
মনে হয় গোলক ধাঁধার বিত্তে
ঘুরপাক খাচ্ছি আজো।


চোখ ঝাপসা হয়ে আসে
অল্পতেই
এর অবসান কবে হবে
আমার জানা নেই।


আমি যখন টগবগে উত্তাল ত্রিশে
তখনো সে সিড়ি বেয়ে দাড়িয়ে আছে
বিশের ঘরে।
কানায় কানায় ভরা পুন্য বসন্তে।


এই বিভ্রান্তির মূল উৎপাটন
করবো বলে
আজ অব্ধি আমি ছুটেছি।
ঐ পাহাড় নদী
অরন্য পথ ড়িঙ্গীয়ে
অবশেষে স্থির পঞ্চাশে।


হঠাৎ চোখ নামিয়ে দেখি
সে এখনো দুর্দান্ত
গোলাপের পাপড়ির মতো
ফুটে আছে কুড়িতেই।
ঠিক এখনো বিশ্বাস হয়না
আমার।


জাহাঙ্গীর আলম
(কবিতা নং ২২৮)
১৯/০২/২০২৩ ইং,