আমি নই বেইমান
জাহাঙ্গীর আলম
------------------------
ভুল বুঝেছো - বুঝি
আমায়-
আমি কি সে রকম সন্তান?
তোমাদের ভুলে যাব?


ভুল বোঝা তো
বেদনাদায়ক
জঘন্য !
হত্যার মত অন্যায়।


ভুল বুঝেছো - বুঝি  
আমায়-
আমি কি সে রকম সন্তান?
তোমাদের ভুলে যাব?


শুন্য হৃদয় হয়েছে বেহাত
আমার প্রাণ হলো  দু খণ্ড    
হৃদপিণ্ড শোকে জমাট বেধেছে
কঠিন ভুলের দ্বিধাদন্দ।


ভুল বুঝেছো - বুঝি
আমায়-
আমি কি সে রকম সন্তান?
তোমাদের ভুলে যাব?


বুকের ভেতর জ্বলছে জানি
প্রচণ্ড অভিমান  
চাপাকান্নায় পুড়ুক পৃথিবী
আমি নই বেইমান।


তোমার নিষ্ঠুর ছোরা
কেড়ে নেয় যদি
হঠাৎ আমার প্রাণ
শেষ নিঃশ্বাসে বলে যাব
জোড় গলায়
আমি নই বেইমান।


ভুল বুঝেছো - বুঝি
আমায়-
আমি কি সে রকম সন্তান?
তোমাদের ভুলে যাব?


তারিখ : ১০/০৯/২২ ইং
রোজ শনিবার
সময়: ২:২৩ মি: