এত বলি
জাহাঙ্গীর আলম
০৬/০৩/২০২৩
(কবিতা নং ২৩৩)
-------------------------
এত বলি কবিতা
আমাকে একটুু নিস্তার দাও?
জলন্ত কাঠ পোড়ানোর মত
আর পুড়িওনা।


আমাকে ভাবনাহীন থেকে
জ্যোৎস্না ভরা ঐ
উন্মুুক্ত আকাশ দেখতে দাও।


এত বলার পরও
আমার দিক টা,সে বুঝতেই চাচ্ছেনা
অবিশ্বাস্য ভাবে আষ্টে পৃষ্ঠে
জড়িয়ে আছে
ভাবনার ঠিক চতুর্দিকে
মনন ও মগজে।


বহুবার বলেছি আমাকে
ছেড়ে দাও
দিশাহীন উন্মাদ মাঝির মত
আর অকুল সমুদ্রে
ভাসিওনা।


কি আর বলবো তারপর ও
কবিতা আমাকে ছাড়ছেই না
উল্টো জাপটে ধরে আছে
এমন ভাবে
আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার
উপক্রম।


এত বলি ছাড় ছাড় ছাড়?
তার পর ও আমাকে ছাড়ছে না
তাই আমি
ঘাবড়ে গিয়ে কামড়ে দেই।
তার উদ্দাম ব্যাপ্তির রুপ উপমায়


অবশেষ চিৎকার  দিয়ে বলে ওঠে
আমি তোমাকে ছাড়ছি না
ছাড়ব,না ছাড়ব,না।
আমি তোমাকে ভালোবাসি
তাই ছাড়তে পারবনা।