এই যে আমার জন্ম ভিটা
এই যে আমার ঘর।
জুলুম বাজের কুটকৌশলে
আমরা দেশান্তর।

শানবাঁধা ঘাট রইছে পড়ে,
জল গুলো আজ নাহি নড়ে
গাছগাছালি পুকুর কাঁদে
আগের মত ডাকলে পাখি
হয়না তো আর ভোর।

ওরা অধিক জুলুমকারী
চলে তাদের মাতুব্বরী
বিনাদোষে তাড়িয়ে দিলো
বিচার দেব কই?

মানবতার মানুষ যারা
অনেক আগে মরছে তারা
দুর্বলেরা মরবে ধুকে
খুলে দেখো বই,

জুলুম কারীর অত্যাচারে।
দুঃখে ভরা জীবনটারে
ধুলোয় মিশে রই।
----------------------
তারিখ,০৫/০৭/২০২২,ইং
রোজ:মঙ্গলবার,
সময়:৫:২০,মিঃ,