বেচে দিয়েছি,
জাহাঙ্গীর আলম।
============
দু মুঠো ভাতের জন্য বেচে দিয়েছি আমার জঠরে থাকা সকল আশা।
বেড়ে ওঠা আমার আগামী দিনের দুরন্ত পনা।
ঠিক বেঁচে দিয়েছি ইচ্ছে
কষ্টের অসামান্য দেহ।
বেচে দিয়েছি শুধু।
দু মুঠো ভাতের জন্য।  


স্বপ্নের ভেতরে থাকা সব বেচে দিয়েছি।অন্ধকারে নিভু নিভু জোনাক জ্বলা আলো।
বেচে দিয়েছি হঠাৎ ফাগুন সকালের বৃষ্টি মুখর রোদ।


আমার যৌবনকে ভিজেয়ে করেছে জরাজীর্ণ অশার।
আর রোদে শুকিয়ে এখন বাস্প
কিছুই করার ছিলনা
শুধু দু মুঠো ভাতের জন্য।  
আমি বাঁচলে হয়তো দেশ বাঁচবে
শুধু দু মুঠো ভাতের জন্য।


বেচে দিয়েছি,
জাহাঙ্গীর আলম।
রোজ:মঙ্গলবার
সময়:রাত:৮.টা
১৬/০৬/২০২০.ইং,
==========