এসেছিলে তুমি ভেজা চুলে,
হঠাৎ বর্ষায়,
এমন বৃষ্টিতে,ছিলে ক্লান্ত
নেমেছিলে এইখানে।


দারুণ ছিলো দুষ্ট বাতাসে -
বাহারি উৎপাত,ইচ্ছের উত্তেজনা,
কিন্তু,অপ্রস্তুুত চোঁখ ছিলো,
রঙিন জামার ভেতর।


তোমার সুকোমল পাহাড়ে এমন
বৃষ্টিতে চলনা চাষাবাদ করি,
আকাঙ্ক্ষার বীজ,শালুকের ফুল,
সেকি,শুধু বৃষ্টিকে ভালোবেসে
খড়কুটোর মত,জড়িয়ে
স্নান করি আবেগে।


বৃষ্টি মেঘের ভাষা বোঝে,
ঠিকই কষ্ট বোঝেনা,
আজও ভাসে খড়কুটোর মত,
ইচ্ছে আমার,স্মৃতির ক্যানভাসে।


তারিখ;  ৩/৪/২০১৯ইং