চোখ বড্ড বেসামাল,
জাহাঙ্গীর আলম।
==========


চোখ বড্ড বেসামাল আমার
প্রথমে ছিল পুকুর,
তার পর দিঘি,
এখন নদী।
আরো বড় হয়ে সাগর।
হতে হতে আবার মহাসাগর।
তার পর আরো বড় হয়ে
হয় সীমাহীন আকাশ।


দিনের বেলায় যা অবলোকন
করা যায়নি এতদিন,
এখন অনায়াসে আমাবস্যায় দেখি
ঐ সুদূর নীহারিকা ভেদ করে
আরো দূরের সব।
চোখ বড্ড বেসামাল আমার।


চোখ বড্ড বেসামাল,
জাহাঙ্গীর আলম।
রোজ:মঙ্গলবার,
সময়:১:৩০ মিনিট,
১১/০৮/২০২০ইং,
==========