দুধের শিশু
জাহাঙ্গীর আলম
১০/০৩/২০২৩ইং.
(কবিতা ২৩৫)
---------------------
দুধের শিশুকে অভুক্ত
অনাহারে দুরে রাখে
ক্ষুধা তৃষ্ণায় মৃত্যুর সংঙ্কা
বাজে।
থাকিতনা সংশয়
অঙ্কুরে যদি করিতে নাশ।
লক লকে জিহ্ববা
লোভে সোয়াহাত বের হয়


নিজ হাতে  তুলে
ফিডারে দুধ খায়।
সে তো বড় জানোয়ার  
সত্যি মানুষ নয়।