ফিরে যাবে তুমি,
জাহাঙ্গীর আলম।


এখন থাক বলে ছিলাম না।
কেমন যেন লাগে।
কমেছে বিকেলের আয়ু,দিন শেষে।
চারিদিকে আচ্ছন্ন সন্ধ্যায়,
ঝাপসা দু চোখ লাগে।


উঁচুনিচু পথ হবে অনেক রাত।
যদি বিপদ বাড়ে।
ফিরে যাবে তুমি ঐ খানে---
রত্ন দিঘীর পাড়ে।যাবে যখন ফিরে,
হয়তো দেখা হবে,রক্ত জবানীড়ে।


ফুরালো বুঝি রাত উৎকন্ঠায়
তোমার কথা ভেবে,
যদি কিছু হয় প্রাণে লাগে ভয়,
তবু ছাড়েনা পিছু,
এই সংশয়।স্মৃতিগুলো নিরব
পড়ে রয়।


কবিতার,নামঃ
ফিরে যাবে তুমি,
জাহাঙ্গীর আলম।
২২/০৫/২০২০ইং,
রোজ শুক্রবার,
সময়: রাত-৮,টা,