"ফিরে আসবো"


      "জাহাঙ্গীর আলম"


ফিরে আসবো
সকালের একমুঠো রোদ
ঝরা পাতায়
ক্লান্ত পথের চোখে।


ফিরে আসবো
অবুঝ দুপুরে ছায়া নামা
শাল পলাশের বনে
প্রেমিকের লাল
ফাগুন ঠোটে।


ফিরে আসবো
কৃষ্ণচুড়া দেবদরুন
বুনো লাল শাড়িতে
হঠাৎ একদিন।


ফিরে আসবো
দূর্বাঘাসে শিশির শিক্ত
কুমরো ফুলের
কোমল আদরে।


ফিরে আসবো
শুভ্র মেঘের অজস্র বৃষ্টিতে
সোনালী রোদে
রংধনু মেখে
ফসলের ক্ষেতে।


তৃষ্ণা মিটিয়ে
দু ধারে নদীর
বিছিয়ে আলো
জ্যোৎস্না রাতে
ফিরে আসবো                                     বাংলায় একদিক।