জীবন মরন আল্লাহ তে        
         জাহাঙ্গীর আলম
১৬/০২/২০২৩/ইং,
(কবিতা নং-২২৫)
--------------------
বিবেক ওদের খাইছে ঘুনে
মরুক ওরা পচে গলে।
শয্যাশায়ী আছে যারা
সবার আগে মরুক তারা
হোকনা বিনাশ চিরতরে?


মানবতার মানুষ আছে
মনুষ্যত্বের হাত বাড়াতে।


বিপদে লয় টেনে বুকে
দু হাতে দেয় চোঁখ মুছে -
নিচু হয়ে আসে মাথা
ভক্তিতে শ্রদ্ধায়।


বেঁচে বুঝি গেলেম এবার
এই শেষ যাত্রায়।


কঠিন আঘাত আসছে ধেয়ে
সন্মুখে তার পূর্বাভ্যাস।


সন্মান এখন লুটায়ে পড়ে
শক্ত ধুলোয় মেশার ভয়ে,
তেতো হয়ে ধরছে ঘিরে
অসন্মানের সকল পথ।


যতদিন আছি
সৎ পথে বাঁচি
উঠায়ে মাথা বিশ্বাসে।
সন্মান টুকু বুকে চেপে রাখি
ভীতু নই আমি -
শেষ নিঃশ্বাষে।


ধুকে ধুকে বাঁচে কাপুরুষেরা
নিরুপায় যারা সম্ভল হীন।
আমি তো নই বধির লুলা
আমি নই কর্মহীন।


আমিতো নিজেই অগ্নিশিখা
পুড়িয়া মারি দুষমনে।
দিয়েছি কথা নোয়ায়ে মাথা
জীবন মরন  আল্লাহ তে।


জাহাঙ্গীর আলম
১৬/০২/২০২৩/ইং,
(কবিতা নং-২২৫)
-------------------