হতভাগ্য,
জাহাঙ্গীর আলম।
========
হায়রে বাছাধন।
কে'গো'তুমি,
এমন হতভাগ্য,
এত অভাগা,
কার মায়ের সন্তান।


কার পাপের বোঝা,
চেপেছে তোমার কাঁধে,
ফেলে দিয়েছে পাপ,
মানুষ নয় তুমি,
জারজ বলে।


মান যদি যায় মানবতার,
তবে কেন খেয়েছে,
কামে খাবলে আহার,
রক্ত মাংসে জন্ম হলেই,
হয়না সন্তান মার।


হায়রে কপাল পোড়া,
পাপের তড়িৎ,
দু ফোটা জল পরা,
কোন পাপিষ্ঠের জঠর হতে এলে
কার কামের এমন অভিশাপ,
গলা টিপে হত্যা,করে
ধ্বংস করে পাপ।


হতভাগ্য,
জাহাঙ্গীর আলম।
রোজ:শনিবার,
সময়:রাত,১০,টা,
১১/০৭/২০২০.ইং,
==========