যথেষ্ট হলো,
জাহাঙ্গীর আলম।
===========
ডুবিয়ে মারার চেষ্টা তো
যথেষ্ট-ই হলো,
অসময়ে ভাসিয়ে দিলে বার বার
নিয়তি পাড়ে নিয়ে এলো
উল্টো আবার।


আমার কর্মস্থলে ডানে এবং বামে
আবু জেহেলের বংশধর।
আর মীর জাফরের প্রেতাত্না
সামনে পিছে করেছে বিস্তার।
পান থেকে চুন খসলে
মটকে দিবে ঘাড়।
করবে সুযোগের সৎ ব্যবহার।


যদি শোনে লিখি কবিতা,
তবে কবিতার কবিকে
কবর দিবে কর্মস্থলে।
তাই ক্যামেরার আড়ালে
একটু দাড়াই,
দু হাত সাবধানে চালাই।


কবি তো ফুটন্ত আগুনের ফুলকি
পঁচিশ বছর করে গেছে,
আগ্নেয়গিরি অগ্নুৎপাত।
ডুবিয়ে মারার চেষ্টায়
এখনো কাটে প্রভাত।


যথেষ্ট হলো,
জাহাঙ্গীর আলম।
রোজ:শুক্রবার,
১১:২৫ মিনিট,
১৪/০৮/২০২০ইং,
=========