কেন পাতারা ঝরে
      জাহাঙ্গীর আলম
---------------------------
তারিখ,০৯/০৪/২০২৪,ইং
রোজ:মঙ্গলবার,
সময়:১:১৫,মিঃ(কবিতা-২৬৭)


ফুল ফুটিবার আগে
দক্ষিনা ফুল্লো বাগে
কেন পাতারা ঝরে
শুকায়ে যৌবন মরমরে।


ছিন্ন মায়ার উৎসৃঙ্খল
আচারনে
নাকি আগাম বসন্তে
বুক ফাটা অভিমান
অভিশাপে।
কেন পাতারা ঝরে
শুকায়ে যৌবন মরমরে।


কত ব্যথা বুকে লয়ে
মৃত্যু যন্ত্রনা সব
অগ্রাহ করে
নিঃশ্বব্দে মুছে যায়
অভাগী পাতা  
হঠাৎ চিরতরে।


কেন পাতারা ঝরে
শুকায়ে যৌবন মরমরে।
নাকি ফুরায়েছে বয়স
অসহায় এখন
শেষ আয়ু কালে।
কেন পাতারা ঝরে
শুকায়ে যৌবন মরমরে


উৎসুক পাখিদের এত
আনাগোনা
ব্যস্ত ফাগুন বনে  
লুটায়ে পড়েছে
প্রাণহীন কত পাতা
ধুলোমাখা বিরহ
প্রভাতে।
কেন পাতারা ঝরে
শুকায়ে যৌবন মরমরে


কার আমান্ত্রনে কোন উৎসবে
সবুজ অরণ্য প্রকৃতি নিজ
ফুল পল্লবে
সেজেছে দারুন নতুন করে
কিসের আয়োজনে ।
শুকায়ে যৌবন মরমরে
কেন পাতারা ঝরে