ক্ষুধায় খেয়েছে পাপ পুন্য -
হিংসে বিদ্বেষ প্রেম।
ভিক্ষের দূয়ারে লাগিয়ে তালা
দরিদ্র পরে সেঁকল।


দিয়েছে গালি, মানুষ ভাবেনি
সেতো বড় অন্যায়,
যত দাও অভিশাপ,
তাতে কি আসে যায়।


অন্যায় অবিচার,
অবিমানে ভুলে যায়,
ক্ষুদায় তো খেয়েছে
জমানো যত পাপ।
ঈশ্বরের অভিধানে
লেখা মানুষ নিস্পাপ।