খুঁজবেনা কেহ তাকে
জাহাঙ্গীর আলম


সকালের ছন্ন ছাড়া রোদে
যে ফুল ঝরে গেছে একলা
অসম্ভব ভারাক্রান্ত বাতাসে।
তার কান্নাও শোনেনী কেউ?
তার অসহায় অশ্রু ফোটা জল
আছাড় খেয়ে মুখ থুবড়ে
পড়ে আছে এখন
ধুলোয় চাপা।
ছিন্ন বাতাসে থেমে গেছে তার
গন্ধ মৃত্যুর দুয়ারে।


তাকে আজ সবাই খুঁজে
কোন দিন নেয়নি খবর?
খোঁজেনি ঝড় বাদলে।?


প্রতিদিনের মতো আলো ছড়ায়
ফুল পল্লব আর পাতার ফাকে।
পাতারা জানে একদিন
সেও ঝরে যাবে।


শুধু জানবে আলো বাতাস
আর তীক্ষ্ণ শব্দেরা
টের পাবে মাটির স্পর্শ
তার পর চির দিনের মতো
নিশ্চিহ্ন হয়ে যাবে
খুঁজবে না আর কেহ তাকে।


-----------------
তারিখ,১৪/০৬/২০২২,ইং
রোজ:মঙ্গবার,
সময়:২:২৫মিঃ,