কবে বৃষ্টি আসে


জাহাঙ্গীর আলম


চৈএের দুপুরে চোখ যায় যত দুর
নির্জন জনশূন্য।


দুরের ঐ মাঠ সহস্র পথ ছাড়িছে
হাটি একা ধুধু বায়ু শুন্য।


ঐ যে আকাশ নিরব বয়েছে পথ
,কোথা যাবে প্রচণ্ড খরতাপ,
বায়ুর নেই কান্না,
পথের দু পাশে কবে বৃষ্টি আসে।


লুকাতে চায় কোমল বুকের ভাজে।
পিপাসা মিটাও, না হয় অনাবৃষ্টিতে
মিশবে না দুটো বাহু একসাথে।


ঝিঝিপোকার পায়ের নুপুর
বাজলে আসে বৃষ্টি বিধুর।