কবিতাঃ তুমি কি,কবির দূঃখ বোঝ ?
তোমার কাছে কি,আলাদ্দীনের চেরাগ আছে,কবির সকল দূঃখ-
ভোলাতে পারে।


কবিতাঃ তুমি কি.কবির ভাষা বোঝ ?
তোমার কাছে কি এমন প্রশান্তি-
জীবন্ত শব্দের প্রশমিত অলঙ্কার,
ভাষার উপমা আছে।


কবির অনুভূতি বুঝে কঠিন যন্তনা দ্রুত শান্তিময় করিতে পারে।


কবিতাঃতুমি তো জানো কবি বাঁচতে চায়,কবি থাকতে চায়,নীরব নির্ভিতে নির্জন যুবতীর বুক জড়িয়ে,
নিশ্চিন্তে পরম শান্তিতে।


তারিখ :০৬/০৪/২০১৯ ইং,
সময়:১১.১৫.মিনিট,