জাহাঙ্গীর আলম
মানুষে বিশ্বাস করো।
১০/০২/২০২৩:ইং,
(কবিতা ২২২)
-----------------------------
ব্যস্ত পথে পড়ে আছে
জনতার ভীড়ে  
কতদিন গেছে বুঝি তার
দীর্ঘ অনাহারে।


নিশ্চয় সে তো কোন এক
মানুষের সন্তান?
ক্ষুধা তৃষ্ণায় ধুলোয় লুটায়ে
যাবে বুঝি তার প্রাণ।


চুল তার এলোমেলো
ক্লান্ত আঁখি ছলছলো
ক্ষ্বীন তার কণ্ঠ
ধূলি মাখা গায়।
বাঁচিবার আসা তারো আছে
বিধাতার বিশ্ব লয়।


সে তো মানুষ? রক্তে মাংসে
অনাদরে পড়ে আছে
আমাদের অবজ্ঞায়।


পোষাকে কেউ হয়নি ছোট
কেউবা আবার বড়,
ভেতরে সমান একেই রকম
মানুষে বিশ্বাস করো।


মানুষে বিশ্বাস করো।
১০/০২/২০২৩:ইং,
শুক্রবার সময় ১১ টা,