মুগ্ধ দক্ষিনদার
          জাহাঙ্গীর আলম
        
৩০/১২/২০২৩ ইংরেজি,
রোজ:শুক্রবার,
(কবিতা২৫৯)
সময়-১০:৪৫,মিঃ
==========
উঠোন জুড়ে ঠাসাঠাসি
মুগ্ধ দক্ষিনদার
পুন্য রোদে গড়াগড়ি  
বসন্ত বাহার।


আম্রকানন ভরছে ফুলে
ভাঙা জানালার দুয়ার খুলে।
দেখেই আমি আত্মহারা
সিঁদুর মাখা পা দু খানি  
ধোয়ায় ফাগুন তার।


উঠোন জুড়ে ঠাসাঠাসি। মুগ্ধ দখিনদার।


খোলা হাওয়ায় ঝড় উড়েছে
চৈত্রের গায়ে জ্বর ধরেছে
নিবারন করতে এলো
মিষ্টি মধুর দারুন বর্ষা জল।