গোধুলী কেঁদেছে রক্ত দেখে
আকাঁঁশ ভেঙেছে শোকে,
উড়েনি পাখি,নড়েনি বাতাস,
নির্মম হত্যা দেখে।


মিছিলে নেমেছে,ভোরের আলো,
শপথ করেছে জল,রক্তে বুনেছে,
শক্তি সাহস,ব্যথিত জল স্থল।


বজ্রকন্ঠে জনসমুদ্র,সুনামি হতো নামে
আঙুল হেলানে ভাংতো পাহাড়
ভুমিকম্প থামে।
সাড়ে সাতকোটি,প্রতিবাদী কন্ঠ,
ছিলে,গনমানুষের প্রান,
অবাক পৃথিবী বেদনা হত,
কোথা দিবে তোমার স্থান।