সবার আগে
    জাহাঙ্গীর আলম
তারিখ,১০/০৪/২০২৫,ইং
রোজ:বুধবার,সময়,৭-টা
(কবিতা-৩০০,সংরক্ষিত)
-------------------------

ঘুম ভেঙে পাখি
জেগে ওঠে শাখে
এই বুঝি হল ভোর,

আমি তো পাপি
ঘুমিয়ে থাকি
হয়ে বে'খবর।

সবার আগে
ডেকে ওঠো তুমি
নাম - যে খোদার,

আমি তো পাপি
বে'ইনছাফি
চরম গুনাহ্গার,
কালিমা বুকে
বলি নাই মুখে
আল্লাহ রাসুল,
পারবো না পাপ বহিবার?

আমি তো মানুষ
জঘন্য অপরাধী
এখনো ফেরেনী হুস।

ফজর গেল ঘুমের ঘোরে
যোহর পড়লো ঢলে
আছর গেল রং তামাশায়
তবু নাহি চোখ খোলে।
মানুষের চেয়ে তুই বুঝি বড়
মহান রবের কাছে

কৃতি কর্মে  -----
পাপাচারে ডুবে
আমরা রয়েছি
বুঝি তোর পিছে।

সবার আগে
ডাকছো রে তুই
নাম - যে খোদার
জ্ঞান দাও প্রভু
দু চোখ ভরে
পারি যেন সব বুঝিবার।