শুকনো কাষ্ঠ দেশলাইকাঠি,
জাহাঙ্গীর আলম।
============
এক খণ্ড শুকনো কাষ্ঠ,
তড়িৎ সে জ্বলে উঠতে পারে।
তার কিনা অদম্য শক্তি আছে,
জ্বালিয়ে দিতে পারে সে মুহুর্তে অনেক কিছু।তাই সে নিজেকে ভাগ্যবান মনে করে।


এক খণ্ড শুকনো কাষ্ঠ,
দরকারী আগুন জ্বালিয়ে জরুরী প্রয়োজন মেটাতে পারে মানুষের।
আবার ফকির ও করে দিতে পারে রাজা কিংবা বাদশাহ কে।
এক খণ্ড শুকনো কাষ্ঠ জ্বলে।


ছোট্র একটি দেশলাইয়ের কাঠির সামনে তোমাকে যথেষ্ট ই ক্ষুদ্র
পরিলক্ষিত মনে হয়।  
তার সাহায্য ছাড়া তুমি এক
রক্তি ও জ্বলে উঠতে পারবেনা।
নিঃশেষ করে দিতে পারে ইচ্ছে করলে ই তোমার শুকনো কাষ্ঠ
ঘর বাড়ী দালান কোঠা নগর শহর জ্বালিয়ে ছারখার করে দিতে পারে নির্মিশে।


ছোট্ট একটি দেশলাইয়ের কাঠি
একাই যথেষ্ট তোমার তড়িৎ সে জ্বলে ওঠা অদম্য শক্তি মানুষের জরুরী প্রয়োজন মেটানো মুহুর্তে ধূলিসাৎ করে দিতে পারে।
ছোট্ট একটি দেশলাইয়ের কাঠি


শুকনো কাষ্ঠ দেশলাইকাঠি,
জাহাঙ্গীর আলম।
রোজ:শনিবার,
সময়:দুপুর১২:টা
২৭/০৬/২০২০ইং,
==========