তীক্ষ্ণ চোখ
জাহাঙ্গীর আলম


তীক্ষ্ণ চোখ ভীষণ
আত্নপ্রত্যায়ী
উজ্জ্বল ভর দুপুরে
তুমি যা দেখেছো
আমি ও তাই দেখি।


অসম্ভব বিনয়ী মুক্ত মনন প্রাণে
আকাশসম বিশ্বাস রেখে
তুমি যা শুনেছো
আমি ও তাই শুনি।


কড়া দৃষ্টির মাধুর্যতার আড়ালে
অপরিসীম জাপসা
তোমার চোখের কোন
স্বচ্ছ চোখে উজ্জ্বল বসন্ত
ড়ুবেছে ঋতুরা
  সন্ধ্যায় এখন।


তুমি যে আকাশ দেখেছ
তা আমার কাছে খুব নগণ্য
হালকা দোল খাওয়া
রঙিন তাবু বাতাসে নড়ে।
আর আমি যে আকাশ দেখি তার
ব্যাপ্তি  বিশালত্ব সীমাহীন
স্পর্শের বাইরে।


তুমি যে নদী দেখেছো
আমার কাছে ঠিক উল্টো
ছোট্ট ডোবা নালা সঙ্কোচিত
খাল এর বেশী কিছু নয়।
আমি যে নদী দেখি  তা
সাগর মহাসাগর অতলান্ত
সোয়াচো নোগ্রাউণ্ড
বঙ্গোপ সাগর।
-------------------
তারিখ,১২/০৬/২০২২,ইং
রোজ:সোমবার,
সময়:১১:৩০মিঃ,