উল্টো সুরে
জাহাঙ্গীর আলম
০৯/০৩/২০২৩ ইং,
(কবিতা নং ২৩৪)
-----------------------
উল্টো সুরে গান ধরেছে
ভুলে গেছে চৈত্র
শীত যে গেছে কদিন আগে
জানতে লিখে পত্র।


অসময়ে বাবরি ঝোলায়
মরা হাওয়া উত্তপ্ত
শুকায় পথ পুকুর ঘাট
রোদ্রে ঘুমায় রাত্রো।


উল্টো সুরে গান ধরেছে
ভুলে গেছে চৈত্র
শীত যে গেছে কদিন আগে
জানতে লিখে পত্র।


জন মানবহীন দুর প্রান্তর
চারিদিকে শুণ্য
ফাকা মাঠ হেটে যায় রেখে
খাঁখাঁ রোদের চিহ্ন।  
পত্র ভেজা হিম পাথর আজ
উল্টো সুরে থাকলো।


পল্লবেরা ব্যতিব্যস্ত
অরণ্য গুলো ক্ষান্ত
শুকনো পাতা তৃষ্ণায় পুড়ে
আবহাওয়া জ্বলে ভ্রান্ত।


উল্টো সুরে গান ধরেছে
ভুলে গেছে চৈত্র
শীত যে গেছে কদিন আগে
জানতে লিখে পত্র।