"ভাবনার গভিরে"

       "জাহাঙ্গী আলম"


আমি যা ভাবি তা তুমি ভাবনা,
আমি যা দেখি তা তুমি দেখোনা।


তুমি যা ভাবো তা সুদূর,
তুমি যা দেখো তা আগামীর,


আমি যা দেখি তা অতিৎ,
আমি যা ভাবি তা পরাহত।


রেখে যাব আমি তোমার,
দিয়েছি যা হাতের মুঠোয়।


চেয়েছিলে দিতে,এখন পাথর।
নিতে চেয়েছিলাম,এখন,
দেয়াশ লাইয়ের কাঠি মাএ।


শুধু দুঃখো বেদনা হতাশা,
ব্যার্থতা জমিয়ে রেখে দিয়েছি
খুলে দেখবে জাদুঘরে।