যদি তুমি না থাকতে সকালটা কাটত আমার কাল মেঘের মত।
যদি তুমি না থাকতে দুপুরটা কাটত আমার কালবৈশাকী ঝড়ের মত।
যদি তুমি না থাকতে বিকালটা হত আমার বিভীযিকার কোন রুপ।
যদি তুমি না থাকতে সন্ধাটা হত আমার মেঘে ঢাকা চাদের মত কস্টের।
যদি তুমি না থাকতে রাতটা কাটত আমার বৃশ্টির ধারা বয়ে যাওয়া কোন পথের কশ্টের মত করে।
ভোর হলে ঘুম ভাংতো নতুন কোন কশ্টো নিয়ে।