৪+৪/৪+১ স্বরবৃত্ত ছন্দ


আজব কাণ্ড আজব দেশেই
থাকে আজব লোক,
মহাসুখে মুর্খে থাকে
শিক্ষিতর ওই শোক।


দেশের মাঝে আজব কাণ্ড
করে মুর্খ জন,
তাই না দেখে শিক্ষিত সব
ভাবে ক্ষণে ক্ষণ।


সভ্য জীবন শিক্ষিত চাই
আঁধার চাই না কেউ,
মুর্খের জীবন মুখে আসে
শুধু দুখের ঢেউ।


মুর্খের জীবন আঁধার আনে
ধরার বুকে ভাই,
মুর্খতার ওই অভিশাপের
জীবন তরী নাই।


শিক্ষিত হও সকল মানুষ
কাটবে আঁধার পথ,
শিক্ষিত জন আছে বলে
সফল জীবন রথ।


রচনাকালঃ
০৫/০৮/২০২১