মাগো মোর মনে হয়
সাত রাজার ধন
তোমার ওই জন্য মোর
কাঁদে এই মন।


ছোট কাল কত খেল
তোমার ওই সাথ,
কাছে মা থেকে ওই
গেছে তো রাত।


সুখ দুখে মা তুমি
আলো তো মোর,
আসে ওই যত ঝড়
কাটবে যে ঘোর।


বাপ ছাড়া মা সন্তান
মিল করে ভাই,
মায়ের ওই মতো যে
স্নেহের লোক নাই।


অমূল্য ধন যে মা
নেই সম কেউ,
যত দিন গুলো আজ
আসুক যে ঢেউ।


রচনাকালঃ
২০/০৭/২০২১
৩+৩/৩+১