আমি আছি,আমি আছি
আমি তো গো আছি
এই বাংলার মাটির রন্ধ্রে রন্ধ্রে মিশে
মিশে আছি কামার কুমার জেলে চাষার মলিন হাসিতে
মিশে আছি এই বাংলার সবুজ শ্যামল প্রকৃতিতে
মিশে আছি বাংলার শিশিরে ভেজা ধানক্ষেতের পুষ্প মুঞ্জরীতে
মিশে আছি কৃষকের লাঙ্গল জোয়ালের সাথে
মিশে আছি হৈমন্তিক আর চৈতালি ফসলের মাঠে।


আমি আছি,আমি আছি
আমি তো গো আছি
রংধনুর সপ্ত রঙের সাথে মিশে
মিশে আছি রাখালের বাঁশির সুরে
মিশে আছি বাহারি ফুল ও ফলে
মিশে আছি অন্ধকারে জোনাকির দলের সাথে
মিশে আছি পাখির কুজন ধ্বনিতে
মিশে আছি শরতের ধবল মেঘের ভেলায়
মিশে আছি উন্মাদ শ্রাবণে ।


আমি আছি,আমি আছি
আমি তো গো আছি
জয় বাংলা ধ্বনিতে মিশে  
মিশে আছি সাত মার্চের মঞ্চ কাঁপানো মুখরিত ভাষণে
মিশে আছি শহিদের রক্তের বুদ্বুদে
মিশে আছি মায়ের মুখের ভাষাতে
মিশে আছি বাঙালির অসাম্প্রদায়িক মনোভাবে
মিশে আছি ইতিহাস আর ঐতিহ্যে
মিশে আছি সংশপ্তক আর সৌপ্তিক দলের সাথে।


আমি আছি,আমি আছি
আমি তো গো আছি
জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলায় মিশে
মিশে আছি নদ-নদীর পলিতে উর্বর ভূমিতে
মিশে আছি গ্রহ আর গ্রহাণুপুঞ্জে
মিশে আছি লোকাচার আর লোকরীতিে
মিশে আছি নির্মূল বায়ুতে।


আমি আছি,আমি আছি
আমি তো গো আছি
মিশে আছি মাতৃস্নেহে
মিশে আছি পিতার অক্লান্ত পরিশ্রমে
মিশে আছি ভাইবোনের ভালোবাসায়
আমি আছি বাংলার সমস্ত কিছুতে মিশে ।




রচনাকালঃ
১৮/১০/২০১৯