৫+৫/৫+৩


গুরু আমার জগৎ জুড়ে
সবার আমি ছাত্র,
নানা জনের কাছে থেকেই
শিখেছি আমি মাত্র।


চাঁদের কাছে শিখেছি আমি
মিষ্টিমুখে হাসতে,
মাছের কাছে শিখেছি আমি
দারুণ ভাবে ভাসতে।


বায়ুর কাছে শিখেছি আমি
দ্রুত গতিতে চলতে,
টিয়ার কাছে শিখেছি আমি
মধুর বুলি বলতে।


ফুলের কাছে শিখেছি আমি
রম্য ভাবে ফুটতে
নদীর কাছে শিখেছি আমি
দারুণ ভাবে ছুটতে।


পৃথিবী হলো বিশাল খাতা
লেখা নানান জিনিস,
জ্ঞান বুদ্ধি শেখানোর তো
হয় না কভু ফিনিস।



রচনাকালঃ
১২/০৭/২০২১