আমি বাঙালি
বাংলায় বলি কথা
ভ্রাতা হত্যার ইতিহাস আমার জানা
বুকে গিরি সমতুল ব্যাথা।


আমি বাঙালি
চলি বাংলার আল পথ দিয়ে
ভ্রাতা হত্যার প্রতিশোধ নিতে
কাঁদে আজও আমার হিয়ে।


আমি বাঙালি
আছে আমার ঐতিহ্য আর ইতিহাস
ইজ্জত কেড়ে নেওয়া মা ও বোনের  
আজও আছে বুক ভরা দীর্ঘ শ্বাস।


আমি বাঙালি
আছে আমার পদ্মা মেঘনা যমুনা বিধৌত নদী কর্ণফুলী
বাংলার মেহনতি মানুষ সোনার বাংলা নির্মাণে
পবিত্র অঙ্গে লাগায় ধূলি।


আমি বাঙালি
আছে আমার বাহারী রকমের ফুল ও ফল
সবুজ অরণ্যের আচ্ছাদিত অঞ্চল
তাতে আছে পাখি আর দূর্বাদল।


আমি বাঙালি
আছে আমার নানা লোকাচার আর লোকরীতি
আমার দেশের মানুষের মনে রয়েছে
বিশ্বাস অসাম্প্রদায়িক নীতি ।

আমি বাঙালি
আছে আমার দেশে বাউল আর লোকগীতি গান
এসব গান মনে ধারণ করে  
বাঁচিয়ে রাখে নিজ নিজ প্রাণ।


আমি বাঙালি
আছে আমার নানা ধরনের আনন্দ আর উৎসব
দেশভক্তি ও মাতৃভক্তি সকল কাজে
অবিরাম শ্রদ্ধা ও সম্মান করে সব।