আপন কুটির ছোটো হলে
আপনজনে রয়,
মন আনন্দে নেচে গেয়ে
থাকে নাকো ভয়।


আপন কুটির খড়ের ছাওনি
রয়েছে মোর সব,
সেথায় আছে স্বাধীনতা
নাহি কলরব।


ইট পাথরের দালান দিলাম
সুখ যে তাতে নাই,
এমন প্রাসাদ থাকার চেয়ে
নাহি ভালো ভাই।


চড়ুই পাখির মতো পরের
ঘরে থাকা সুখ,
বাবুইপাখির আপন বাসায়
সহ্য করে দুখ।


আপন হাতের তৈরি করা
খড়ের ছাওনি ঘর,
ভালোবাসায় পরিপূর্ণ
নাহি কেহ পর।


রচনাকালঃ
২৫/০৭/২০২১


৪+৪/৪+১ স্বরবৃত্ত ছন্দ