৮+৬ অক্ষর বৃত্ত ছন্দ


চেপে রাখা আঁখি জলে ভাসে সহোদর
কটুকাটব্য করেছে সারা দিনভর।
ফুটিলো প্রভাতে ফুল কেটে গেলো নিশি
বিষাদ বেদনাগ্রস্ত তপোবনে ঋষি।


বিষাদ বেদনা ভরা প্রতি নর নারী
বিবাদেই সম্পর্কটা ভাঙে তাড়াতাড়ি।
সহোদরের মতো রে নিজ কেহ নাই
গলাগলি ভাব করে চলে তো সবাই।


ঝরিয়ো না নয়নের জলে পরে জন্য
পাবে শুধু কষ্ট আর নাহি হবে ধন্য।
পরচর্চা সবে করে নাহি তারা বোঝে
আপন পাপের বোঝা তারা নাহি খোঁজে।


আপন জন এমন পৃথিবীতে আছে
নিজের লোকের ক্ষতি জন্য ঘোরে পাছে।
স্বার্থপর নিজে লোক চাহে নাহি কেহ
ভালো হয়ে সবে করো একে অন্যে স্নেহ।


তাহলে নিজের স্বার্থে জন্য কেন করো
নানান রকম খেলা ভালো পথ ধরো।
ঝগড়াঝাঁটি ভুলেই  হাতে রেখে হাত
একসাথে সবে মিলে কেটে দাও রাত।


রচনাকালঃ
০১/০৮/২০২১